Ads Area

Frp Lock Ki

Frp লক কি : Frp = Factory Reset Protection মানে এটি এমনই একটি লক যদি আপনার ফোনের সাধারণ স্ক্রিন লক খোলার জন্য কেউ আপনার ফোন রিকভারি মোডে গিয়ে রিসেট করে অথবা পিসি দিয়ে ফ্লাস করে তাহলে আপনার ফোন আরও শক্তিশালীভাবে লক হয়ে যাবে। অর্থাৎ রিসেট করার পূর্বে আপনি যে জিমেল লগিন করেছিলেন সেটিতে লগিন করে আপনার ফোন চালু করতে হবে নয়তো স্বাভাবিকভাবে ফোন চালু করা যাবেনা। তবে পিসি দ্বারা লকটি ভেঙে ফেলা যায় এমনকি পিসি ছাড়াও লক অতিক্রম করে ফোন চালু করা যায় কিন্তুু সবাই এটি পারবেনা। প্রতিটি ফোন কোম্পানি সকল এন্ড্রয়েড ফোনে সুবিধাটি দিয়ে থাকে।

কিভাবে Frp লক On বা Off করবেন : এটি চালু বা বন্ধ করার সরাসরি কোন সিস্টেম নেই। এনড্রয়েড 5 থেকে 9 পর্যন্ত সকল ফোনে এই সিস্টেম টি বিল্ট ইন ভাবে দেয়া থাকে। আপনি যখন ফোনে জিমেল লগিন করবেন তখন অটোমেটিক এটি চালু হয়ে যায়। তবে কোন ব্রাউজার দিয়ে লগিন করলে হবেনা। আপনাকে ফোনের Settings > Account এ গিয়ে জিমেল লগিন করতে হবে


অথবা গুগলের এপসমূহ যেমন Gmail, Youtube, Crome, Drive সহ যেকোন গুগলের এপ দিয়ে লগিন করলেও হবে। আর ফোনে জিমেল লগিন থাকা অবস্থায় ফোন রিসেট করলে তখন এই জিমেল লগিন করা ছাড়া ফোন চালু করা যাবেনা। আর যখনই আপনে ফোন থেকে সবগুলো জিমেল লগআউট করে দিবেন তখনই এই লক বন্ধ হয়ে যায়। তারপর রিসেট করলে তখন কোন জিমেল লগিন করা ছাড়াই ফোন চালু করা যাবে।

আমরা নিত্য প্রয়োজনে অনেক ধরনের এপ ইনস্টল করে থাকি। তাতে অনেক সময় ফোন স্লো হয়ে যায় বা অনেক ধরনের সমস্যা হয়ে যায় তখন সরাসরি ফোন ফ্যাক্টরি রিসেট করে ফেলি তারপর ওয়াইফাই বা হটস্পট দিয়ে ফোন চালু করতে হয়। কিন্তু ইচ্ছে করলেই এই জামেলা থেকে মুক্তি পাওয়া যাবে যদি রিসেট করার আগে কষ্ট করে ফোনের সকল জিমেল লগআউট করে নিই। তবে জিমেল লগ আউট করার সময় অবশ্যই আপনার ডাটা কানেকশন চালু রাখতে হবে। ডাটা চালু না থাকলে জিমেল রিমোভ হবে কিন্তু আপনার frp লক Dissable হবেনা। কিন্তুু এই কথাটি আমরা বেশিরভাগ মানুষেই জানিনা।

আপনে যদি এই পোস্ট থেকে কিছু জানতে পারেন এবং আরো নতুন কিছু জানতে চান তবে আমাদের সাইটে নিয়মিত ভিসিট করুন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।।।।।।।।

Post a Comment

0 Comments

Ads Area